শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে স্বেচ্ছাসেবকদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

উলিপুরে স্বেচ্ছাসেবকদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গর্ভবতী নারী, প্রসূতি মা, ০-৩৬ মাসের শিশুর পুষ্টিসেবা ও কম জন্ম ওজনের নবজাতকের যত্ন উন্নয়নে কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্প বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আবু জাফর।
এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর কবির, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের সিএফও এএইচ তৌফিক আহমেদ, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মনজুর-ই-মোর্শেদ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোদাব্বের হোসেন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মেশকাতুল আবেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল আমিন প্রমুখ।
জাতীয় পুষ্টিসেবার ব্যবস্থাপনায় ও ইউনিসেফ’র সহযোগিতায় ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৪৪ জন সেচ্ছাসেবককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন