শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

একঝাঁক সাঁওতাল তরুণীরা নেচে-গেয়ে দর্শক মাতালো 

একঝাঁক সাঁওতাল তরুণীরা নেচে-গেয়ে দর্শক মাতালো 
গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে একঝাঁক উপজাতি  সাঁওতাল তরুণীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  নেচে-গেয়ে দর্শক মাতান। এ সময় নেচে-গেয়ে দর্শক মাতান একঝাঁক উপজাতি যুবতী। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার তল্লাপাড়ার সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি স্কুল মাঠে অনুষ্ঠানটি আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল – বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বন, প্লান ইন্টারন্যাশনাল, ইউরোপিয়ান ইউনিয়ন ও আর্টিকেল নাইনটিন। তাদের সহযোগিতায় শতাধিক সাঁওতাল, ওড়াওসহ বিভিন্ন আদিবাসী সম্প্র্রদায়ের তরুণীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভার  মারিয়া মুর্মু এর  সভাপতিত্বে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, নারী নেত্রী নাজমা বেগম, সাজেদা পারভিন, গোলাম রব্বানী মুসা, হাসান মোর্শেদ দীপন, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর একে এম মাহবুব আলম মুকুল, রবিদাস ফোরামের নেতা খিলন রবিদাস, মনির হোসেন সুইট, সাঁওতাল শিক্ষক দিপালী কিসকু প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন