শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ভেড়া বিতরণ

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ভেড়া বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয় চত্বরে চরাঞ্চল ও বিলুপ্ত ছিটমহল উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, চরাঞ্চল ও বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার ৫০ টি সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ৩ টি করে মোট ১৫০ টি সুস্থ ভেড়া বিতরণ করা হয়েছে। ৩ টি ভেড়ার গড় ওজন ২১ কেজি পরিমাপ করে বিতরণ করা হয়েছে। বিতরণের এক মাসের মধ্যে কোন ভেড়া অসুস্থ হলে বা মারা যাওয়া প্রমানিত হলে পুনরায় প্রদান করা হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন