রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গাইবান্ধায় পশুর হাট বসানোকে কেন্দ্র করে হামলা, ৪ পুলিশ আহত আটক ২

গাইবান্ধায় পশুর হাট বসানোকে কেন্দ্র করে হামলা, ৪ পুলিশ আহত আটক ২
গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করেছে ইজারাদারের লোকজন। এতে চার পুলিশ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। পরে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে আটক করে। বুধবার (১২ জুন) সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার হাটে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, দু’দিন আগে সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার হাটে গরু কেনা-বেচার অনুমতি নিতে আসেন হাট ইজারাদার ওবায়েদুল্লাহ। হাটে গরু কেনা-বেচার অনুমতি নেই জানালে আজ বুধবার সকালে তিনি উচ্চ আদালত থেকে গরু বেচা-কেনার একটি অনুমতিপত্র নিয়ে আসেন। চিঠি পাওয়ার পর সেটি বোঝার জন্য গাইবান্ধার বিজ্ঞ আদালতের পিপির কাছে পাঠিয়ে দেই। এরই মধ্যে হাট থেকে কেউ একজন ট্রিপল নাইনে ফোন করেন। ফোন পেয়ে পুলিশের একটি গাড়ি সেখানে গিয়ে হাটে আপাতত গরু বেচা-কেনা বন্ধ রাখার নির্দেশ দিলে ইজারাদারের লোকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হাট ইজারা দেওয়া বা হাট বন্ধ করবেন ইউএনও। আমরা ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে ওই হাটে যাই। সেখানে ইউএনওর অনুমতি নিয়ে হাট পরিচালনা করতে বললে ইজারাদারের লোকজন পুলিশের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আগামীকাল তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন