শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ওয়ানডেতে বড় ট্রফি জিততে চান শান্ত

ওয়ানডেতে বড় ট্রফি জিততে চান শান্ত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নাজমুল হোসেন শান্ত গেল বছর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন। বাংলাদেশ দলের আস্থার প্রতিদানও দিয়েছিলেন বেশ ভালোভাবে। যে কারণে নতুন করে গেল মাসেই টাইগারদের তিন ফরম্যাটের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় তার কাঁধে। অধিনায়ক শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে আজ (রোববার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি শান্ত। সেখানে জানালেন অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্যের কথা, ‘আমার মনে হয় সবার আগে দলের কথা চিন্তা করা উচিৎ। আগেও যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় চিন্তা ছিল কীভাবে দলে ইনপুট দিতে পারি। আমার মনে হয় এটা এখন আরও ভালোভাবে সহায়তা করবে। ক্যাপ্টেন হওয়ায় অনেক কিছু একা করতে হবে এমন করে ভাবছি না। যার যার দায়িত্ব সবাই পালন করলে আমার কাজ সহজ হয়ে যাবে। অধিনায়কের দায়িত্ব পাওয়ায় গর্বিত শান্ত। যে কারণে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা এই টাইগার দলপতির, ‘এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত। ওয়ানডেতে বড় ট্রফি পাওয়ার কথা ভাবছেন শান্ত, ‘ওয়ানডেতে মাশা-আল্লাহ ভালো করছি। দল হিসেবে বড় কোনো টুর্নামেন্ট জিতিনি। কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে ট্রফি নিয়ে আসতে পারি ওই প্ল্যান নিয়ে আগাবো। এছাড়া টি-টোয়েন্টি নিয়ে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে পারলে যেকোনো কন্ডিশনে যেকোনো দলের বিপক্ষে ভালো করতে পারব। দিনকে দিন প্ল্যান আরও পরিস্কার হবে। ৩ ফরম্যাটে আমরা যারা খেলব, যে ৩০-৩৫ প্লেয়ার আছে জাতীয় দলের আশপাশে, প্রত্যেকের দায়িত্ব যার যার জায়গা থেকে দলের জন্য অবদান রাখা। উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ফরম্যাটের তিনটি ম্যাচই ওই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন