বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজারে ১৯ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক ২

মৌলভীবাজারে ১৯ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি)  পুলিশের অভিযানে ট্রাকভর্তি ১৯ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ মার্চ) মৌলভীবাজার জেলার রাজনগরের মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী পাকা রাস্তায় জনৈক শেখ মুজিবুর রহমান মুদীদোকানের সামনে থেকে ট্রাকভর্তি ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ৩৮০টি বস্তায় ১৯ হাজার কেজি চিনি জব্দ করেন। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেন জানান, উদ্ধার করা চিনির বাজার মূল্য প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে এনেছে বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রপ্তাকৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন