দেশ রুপান্তর সাংবাদিক রানা’র মুক্তির দাবীতে পার্বতীপুরে মানববন্ধন
মিলন পারভেজ : তথ্য চাওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের কারাদ- দেয়ার প্রতিবাদে শেরপুরের নকলা উপজেলার দৈনিক দেশ রূপান্তর’র সাংবাদিক শফিউজ্জামান রানা’র নিঃশর্ত মুক্তির দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা। আজ রবিবার বিকেল ৩টায় পার্বতীপুর প্রেসকাবের আয়োজনে প্রেসকাবের সামনে এই কর্মসুচি পালন করেন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য দেন, পার্বতীপুর প্রেসকাব সভাপতি শ. আ ম. হায়দার, সহ-সভাপতি মনজুরুল আলম, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ দত্ত, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাহফিজুর ইসলাম রিপন, দৈনিক কালবেলার পার্বতীপুর প্রতিনিধি মিলন পারভেজ, ইনকিলাবের এম এ জলিল সরকার, দৈনিক দেশ রূপান্তরের পার্বতীপুর প্রতিনিধি সোহেল সানী, প্রতিদিনের সংবাদ আব্দুল্যা আল মিলন, খবরের জাকির হোসেন, প্রতিদিনের বাংলাদেশের মেনহাজুল ইসলাম তারেক, জাগো রংপুরের জামান, দিলীপ কুমার রায় ও সরকার পেপার হাউজের এজেন্ট মোস্তাকিম সরকার প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, অনিয়মের তথ্য চাইতে গেলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়াসহ নানা ধরণের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক রানা’র বিরুদ্ধে দায়ের করাা মিথ্যা মামলা প্রত্যাহার করে রানা’র নি:শর্ত মুক্তি দাবি করেছেন। সেই সাথে সাংবাদিকরা বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের শাস্তি দাবি করেছেন। না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী করে দেওয়া হয় এই মানববন্ধন কর্মসুচিতে।