দিনাজপুরে খাদ্য ও রন্ধন বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে খাদ্য ও রন্ধন বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ সোমবার সকাল ১১ টায় শহরের বালুবাড়ী এলাকায় জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও একাডেমি অব এলেন এর সহযোগীতায় এবং দিনাজপুর অনলাইন উদ্যোক্তা প্ল্যাটফর্মের এডমিন কনিকা রহমান পারুল এর পৃষ্ঠপোষকতায় ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত দশ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের মহাব্যবস্থাপক (উপসচিব) নিপুল কান্তি বালা।
জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ( উপসচিব) শেখ মুহাম্মদ রেফাত আলীর সভাপতিত্বে দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন ট্রেইনার মাহফুজা আকতার ও উম্মে সালমা লুন। প্রশিক্ষণে দিনাজপুরের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।