রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্রথম দিনেই ‘বুড়িমারী এক্সপেস’ ট্রেনে ঢিল, ভেঙ্গেছে জানালা

প্রথম দিনেই ‘বুড়িমারী এক্সপেস’ ট্রেনে ঢিল, ভেঙ্গেছে জানালা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনে পাথর ঢিল দিয়েছেন উশৃঙ্খল কিশোররাসহ দুর্বৃত্তরা। এ সময় উদ্বোধন হওয়া ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের জানলা ভেঙে ট্রেনের ক্ষতি হয়েছে। মঙ্গলবার ( ১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ছেড়ে এলে হাতীবান্ধার পারুলিয়া বাজারের উশৃঙ্খল কিশোরসহ কয়েকজন ঢিল মারে। এতে বুড়িমারী ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের জানলা ভেঙে যায়। তবে ওই পাথরের আঘাতে কোন যাত্রী আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িমারী এক্সপ্রেস নামের নতুন আন্তনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। অনুষ্ঠানে ছিলেন জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। এ ছাড়া সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমি, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ট্রেনে থাকা যাত্রীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিলে হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি ভাবে পাথর দিয়ে ঢিল মারে কয়েকজন কিশোরসহ দুর্বৃত্তরা। এ সময় জানলা ভেঙে যায় । নাম না বলা স্বার্থে এক যাত্রী জানান, মূলত কয়েকটি স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি যাত্রী বিরতি না দেয়ার কারণেই তারা মিছিল করছিল। ওই সময় সেখানে থাকা উশৃংখল কিছু কিশোর পাথর দিয়ে ঢিল মারা শুরু করে। এতে ট্রেনের জানালা ভেঙে ভিতরে পাথর চলে আসে। এদিকে আদিতমারী উপজেলা ষ্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আসলে সেখানকার স্থানীয়রা বিক্ষোভ মিছিল চালিয়ে ট্রেনটি আটকে দেয়। পরে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ মিছিলের প্রত্যাহার করে নেন সেখানকার স্থানীয় মানুষরা। ওই ট্রেনে থাকা ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির জানান, হঠাৎ করেই কিছু মানুষ ট্রেনকে উদ্দেশ্য করে ঢেল দিয়েছে। এতে করেই একটি জান্নাত কাচ ভেঙে পাথর ট্রেনের ভিতরে ঢুকে পড়েছে। তবে এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি তারাই বিষয়টি তদন্ত করবে। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে বুড়িমারী এক্সপ্রেস এ ঢোল দিয়েছে এখনও জানা যায়নি। তবে স্থানীয়ভাবে খোঁজখবর নেয়া হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন