বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জামালপুর র‌্যাবের হাতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

জামালপুর র‌্যাবের হাতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জামালপুরের মেলান্দহে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামী রাজন মিয়াকে আটক হয়েছে। রাজন মিয়া মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামের শাহজাহান সরকারের ছেলে। ৯ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করার কথা জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী। জানা গেছে, ২০২২ সালের ৯ এপ্রিল দিবাগত রাতে ঢাকা সাভারের গাবতলী ঘাটে নোঙ্গরকৃত একটি ট্রলারে ডাকাতি হয়। ডাকাতদল ট্রলারে থাকা ৪ জনকে মারধর শেষে অর্থ-কড়ি ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনায় বরগুনা জেলার তালতলী থানার সারিকখালী গ্রামের কদম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০) বাদি সাভার মডেল থানায় একটি মামলা (নং- ৬০/২৮৭, তারিখঃ ১৮/০৪/২০২২খ্রি) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‌্যব ছায়া তদন্ত করে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি শনাক্ত হয়। পরে ৯ মার্চ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার রাজন মিয়াকে আটক শেষে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন