ময়মনসিংহে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আগ্নেয়াস্ত্র ও নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ নগরীর পুরোহিত পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সেলিম মিয়া (৬৫) ও জামিল (২৪)।
ডিবির ওসি ফারুক হোসেন বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এসআই আব্দুল জলিল অফিসার ফোর্সসহ মঙ্গলবার নগরীর পুরোহিত পাড়ায় অভিযান পরিচালনা করে।
এ সময় নগরীর পুরোহিতপাড়া তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি রিভলবার, তিনটি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯টি এবং পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালী থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জামিলের নামে মাদকসংক্রান্ত আর চারটি মামলা আছে। মঙ্গলবার আসামিদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।