গাজীপুরে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম নার্গিস খাতুন। তাকে নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে। রোববার রাত আটটার কিছু আগে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নার্সিগ মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল। তিনি বলেন, নার্গিসের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। নার্গিস আক্তার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াকোলা খাপারা গ্রামের মহিদুল খানের স্ত্রী। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। এক ছেলের জননী ছিলেন তিনি। বিস্ফোরণের ওই ঘটনায় গতকাল রোববার মারা যান আরিফুল ইসলাম ও মইদুল। গত শুক্রবার (১৫ মার্চ) সকালে সোলাইমান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তায়েবা নামে এক শিশু ও ভোরে মনসুর নামে আরও একজন মারা যায়। সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন।