বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সূর্যদয়ের সাথে সাথে পৌর পার্ক স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সাংস্কৃতিক সংগঠন, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, বিএনসিসি, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। ২য় পর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, থানা অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ আল মাহবুব চন্দন ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক, কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল প্রমুখ।শেষে দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন এবং এতিমখানা ও হাসপাতালে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন