শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে বুড়াবুড়ি মাজারে বাৎসরিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবিতে বুড়াবুড়ি মাজারে বাৎসরিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় ২২শে ফাল্গুন রোজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ধর্মপ্রাণ পুরুষ ও নারীরা পর্দার আড়ালে থেকে কোরআন ও হাদিসের কথা শুনতে পাঁচবিবি পৌরসভার বুড়াবুড়ির মাজার দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫ তম বাৎসরিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলে হিলি রোড সংলগ্ন নাকুরগাছি মাজার প্রাঙ্গনে উপস্থিত হন। মাজার পরিচালনা কমিটির আয়োজনে শুরুতে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিলের কার্যক্রম শুরু করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ জাহিদুল ইসলাম। বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোঃ তোয়াবুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট -১ আসনের এমপি ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল,অত্র মাদ্রাসার সহ-সভাপতি কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, সহ-সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, কোষাধ্যক্ষ রেজাউল করিম,রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক,পল্লী বিদ্যুৎ সমিতির ৫ নম্বর এলাকার পরিচালক ও ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিশেষ আকর্ষণ কোরআন, হাদীস এবং সুন্নাহর আলোকে ওয়াজ ফরমান প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা হতে আগত বাংলাদেশ মজলিসুল মোফাচ্ছেরিনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আব্দুল আজিজ সিদ্দিকী। দ্বিতীয় বক্তা ছিলেন,সানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও বায়তুন নূর জামে মসজিদের খতিব হযরত মাওঃ মোঃ রুহুল আমিন, তৃতীয় বক্তা ছিলেন, আল কোরআন গবেষণা পরিষদের দপ্তর সম্পাদক ও অত্র মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মাওঃ মোঃ হারুনুর রশিদ আল বাশারী এবং চতুর্থ বক্তা দরগাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও  এতিমখানার মহতামিম মাওঃ মোঃ সাইফুল ইসলাম। এবারে উক্ত মাহফিলে অত্র মাদ্রাসার ২জন কোরআনের হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন প্রধান বক্তা। এই মাহফিলে দলে দলে যোগদান করে ওয়াজ মাহফিলকে সাফল করায় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ তোয়াবুর রহমান ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন