মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গাজীপুরে মোটরসাইকেল উল্টে নিহত ২

গাজীপুরে মোটরসাইকেল উল্টে নিহত ২

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের বলিয়াদী এলাকায় বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও একজন।  সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম।  নিহতরা হলেন আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকার মো. শফিকূল ও একই এলাকার রায়হান। আহত হয়েছে বিল্লাল নামে আরও এক মোটরসাইকেল আরোহী। পুলিশ জানায়, কালিয়াকৈর-ধামরাই সড়কের বলিয়াদী এলাকায় অতিরিক্ত গতির কারণে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শফিকুল, রায়হান ও বিল্লাল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক শফিকুল ও রায়হানকে মৃত বলে ঘোষণা করেন। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: লুৎফর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ও রায়হান  মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন