জামালপুরে র্যাবের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জামালপুরে র্যাবের পৃথক অভিযানে প্রায় ৩শ’ বোতল মাদকসহ জনকে আটক করেছে। র্যাব-১৪, সিপিসি-১ কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, ১৯ এপ্রিল বিকেলে শহরের ফুলবাড়িয়া দড়িপাড়ায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে। এ সময় চাকল মজিবর রহমান (৫৫)’র কাছ থেকে ৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। আটককৃত মজিবর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার মধ্য ভরতছড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। সে আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত। একই সময়ে জামালপুর-শেরপুর সংযোগস্থল শেরপুর ব্রিজের উপর টহলরত র্যাব আরো একটি সন্দেহভাজন মোটর সাইকেলের ট্যাংকি থেকে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম বাবু (৩৫)কে আটক করেছে। আটককৃত বাবু লালমনিরহাটের হাতিবান্ধা থানার পারুলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।