শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পুকুরে মিললো সংকটাপন্ন প্রজা‌তির কাছিম

পুকুরে মিললো সংকটাপন্ন প্রজা‌তির কাছিম
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের এক খামারির মাছ চাষের পুকুর থেকে একটি কাছিম শিকার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল  ১১ টার দিকে ইউনিয়নের চর বড়লই হাজিটারি গ্রামের খামারি আবুল হোসেনের পুকুর থেকে কাছিমটি শিকার করা হয়। ওই খামারি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হোসেন জানান, তার প্রায় তিন বিঘা আয়তনের একটি পুকুরে তিনি মাছ চাষ করেন। গত কয়েকদিন থেকে পুুকুরে জাল ফেললে কাছিমটি জাল কামড়ে ধরতো। গতকালও (বুধবার) একই ঘটনা ঘটেছে। জালে বড় কিছু আটকাচ্ছে এটা বুঝুতে পেরে জেলেরা কাছিমটি ধরার পরিকল্পনা করে। পরে বৃহস্পতিবার সকালে বড়ভিটা বাজারের পাশের কয়েকজন জেলে জাল নিয়ে এসে পুকুর থেকে কাছিমটি ধরে করে নিয়ে যান। কাছিমটি প্রায় ১০ থেকে ১২ কেজি ওজনের ছিল।
এই খামারি বলেন, ‘আমরাতো কাছিম খাই না। জেলেরা হিন্দু সম্প্রদায়ের। তারা বললেন এটা মাছ জাতীয়। এটা তারা খাবেন। পরে স্বপন নামের জেলে সহ কয়েকজন মিলে কাছিমটি নিয়ে যান। আমি তাদের কাছে কোনও টাকা পয়সাও নেই নাই।’
কাছিমটি কীভবে পুকুরে প্রবেশ করলো, এমন প্রশ্নে আবুল হোসেন বলেন, ‘ সম্ভবত ’১৭ সালের বন্যায় পুরো এলাকা প্লাবিত হয়েছিল। তখন ধরলার পানি প্লাবিত হয়ে কাছিমটি পুুকুরে ঢুকে থাকতে পারে। এতোদিন ছোট থাকায় হয়তো আমরা বুঝতে পারি নাই। গত বছর এলাকার ছেলেরা পুকুরে কাছিম থাকার কথা বলেছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই। কিন্তু এ বছর পুকুরের মাছ খাওয়ায় এবং জালে সমস্যা করার কারণে জেলেরা বিষয়টা ধরতে পারছে।’
কুড়িগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, ‘কাছিম একটি সংকটাপন্ন প্রাণি। পরিবেশের বাস্তুতন্ত্রে এর গুরুত্ব রয়েছে। এটি কোনও ভাবে উদ্ধার হলে একই পরিবেশে ছেড়ে দেওয়া উচিত কিংবা বন বিভাগের বন্যপ্রাণি ইউনিটকে খবর দেওয়া উচিত। কুড়িগ্রামে কাছিম উদ্ধারের বিষয়টি আমাদের জানা নেই। কেউ খবর দিলে আমরা উদ্ধার করতাম।’
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন