মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া পরিদর্শন করলেন প্রধান বিচারপতি 

বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া পরিদর্শন করলেন প্রধান বিচারপতি 
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়াছড়া পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। আজ (২২ মে) বুধবার দুপুর ১২টায় তিনি স্ত্রীসহ দাসিয়ার ছড়া পরিদর্শন করেন। তার আগমন উপলক্ষে দাশিয়ারছড়া রিসোর্স সেন্টারে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনসাধারণ, সাংবাদিক ও সূধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের বৃহত্তম বিলুপ্ত ছিটমহলের আদি ইতিহাস সম্পর্কে তিনি সাধারন জনগণ ও জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রশ্ন করে ছিটমহলে বসবাসকারী জনসাধারনের পূর্বের জীবনমান বিষয়ে অবগত হন। মতবিনিময় সভায় কুড়িগ্রামের দায়রা জজ আলমগীর হোসেন, জেলা প্রশাসক সাইদুল আরেফিন, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, জেলা বার কাউন্সিলের বর্তমান সভাপতি এ্যাড খোরশেদ আলম, সাবেক সভাপতি এ্যাড মুসা মিয়া, সদস্য এ্যাড আহসান হাবিব নীলু, ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ প্রাণকৃষ্ণ দেবনাথ, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ ও সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সহ বিলুপ্ত ছিটমহলবাসী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন