বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজারহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে শুক্রবার ৩১ মে সকাল ১১ঃ০০ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার অফিসার্স ক্লাব স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায়, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, রাজারহাট থানার ওসি তদন্ত মোঃ ওয়াহেদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রাণী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্বল কুমার রায় ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ উপস্থিত ছিলেন উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ক্ষতিকর, এরদ্বারা ক্ষতি ছাড়া এক শতাংশ উপকার হওয়ার কোন সুযোগ নেই। রাজারহাট উপজেলা তামাক মুক্ত ও নিয়ন্ত্রনে রাখতে সরকারি সকল দপ্তরের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহবানও জানান বক্তারা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন