শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও ক্ষুদ্র ঋনের চেক বিতরন

শ্রীমঙ্গলে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও ক্ষুদ্র ঋনের চেক বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হয়। এসব এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুক্ন খাবার বিতরণ ও ক্ষুদ্র ঋনের চেক বিতরন করেছেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
বুধবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের সবুজবাগ এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের শুকè খাবার বিতরণ করেন কৃষিমন্ত্রী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, ইউপি সদস্য মহসিন আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল আমীন, কৃষক লীগের আহবায়ক আবু তালেব বাদশা, মৎস্য জীবী লীগের সভাপতি আশিকুর রহমান, যুবলীগের,প্রচার সম্পাদক শেরজান আলী সেজু প্রমুখ। এছাড়াও মন্ত্রী অন্য একটি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ২৫জনের মধ্যে ক্ষুদ্র ঋনের চেক বিতরন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, সমাজ সেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, কালঘিাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন