ট্রেনের জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারি, নিহত ১
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢাকা (চট্টগ্রাম) মেইল ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যাত্রী হলেন নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়ার প্রত্যুত কুমার বাউলের ছেলে ঝুমুর কান্তি বাউল (৪৫)। অপরদিকে অভিযুক্ত যাত্রীর নাম মনজুর মিয়া (৫৫)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা। তাকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ঢাকা (চট্টগ্রাম) মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল নামের যাত্রী ট্রেনের শেষ বগিতে ওঠেন। তিনি ট্রেনের জানালার পাশে দাঁড়াতে চান। সেই সময় সিটে বসা মনজুর মিয়া নামে এক ব্যাক্তির সঙ্গে এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে মনজুর মিয়া ঝুমুর কান্তিকে লাথি ও কিলঘুষি দিলে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। এ সময় বগির অন্য যাত্রীরা গুরুতর আহত ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী রেলস্টেশনে নামিয়ে দিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে স্টেশন কর্তৃপক্ষ ঝুমুর কান্তিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল্লাহ বলেন, অভিযুক্ত মনজুর মিয়াকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। আর হাসপাতাল থেকে নিহতের মরদেহ স্বজনরা নিজ বাড়িতে নিয়ে গেছেন। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।