শপথ গ্রহন করলেন জলঢাকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছার আলী মিন্টু
রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছার আলী মিন্টু শপথ গ্রহন করেছেন। প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন এ শপথ বাক্য পাঠ করান। একই সাথে নবনির্বাচিত ভাইস চয়ারম্যান শাহীনুর রহমান ও মহিলা ভাইস চয়ারম্যান মনোয়ারা বেগম শপথ গ্রহন করেন। এছাড়া দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের মোট ২১ টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহন করেন। বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে শিল্প কলা একাডেমিতে শপথ গ্রহন অনুষ্ঠানে রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের বিভাগীয় ডিআইজি মোঃ আব্দুল বাতেন,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। শপথ গ্রহনে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাজ করার আহবান জানিয়ে শুভ কামনা করেন অতিথিবৃন্দরা। উল্লেখ, গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয় জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু। সরকারি গেজেট প্রকাশের পর আজ শপথ গ্রহন করেছেন তিনি।