সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাজারহাটে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার ২৬ জুন দুপুরে কৃষি অফিস কার্যালয়ের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩৫৩ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম,রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম। উপজেলা ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুননাহার সাথী, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার সাথী বলেন, উপজেলার ১১৫০ জন কৃষককে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার দেয়া হবে, এরমধ্যে ৩৫৩ জন কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও  সার বিতরণ করা হয়েছে। বাকি কৃষকদের পর্যায়ক্রমে দেয়া হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন