শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে শপথ নিলেন রাজারহাটের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়।

রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে শপথ নিলেন রাজারহাটের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়।
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ৬ ই জুন ২০২৪ ইং তারিখে রংপুর শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৬ জুন সকাল ১০ঃ০০ ঘটিকায় রংপুর শিল্পকলা একাডেমিতে রংপুর বিভাগীয় কমিশনার শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের।গত ২১ মে ২০২৪ কুড়িগ্রাম জেলার তিন উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান রতন সরকার,উলিপুর উপজেলা সাজেদুর তালুকদার সাজু ও রাজারহাট উপজেলার জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বিশাল গাড়ি বহর নিয়ে রাজারহাটে পৌছালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম ফুলের শুভেচ্ছা জানান। এরপর দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা দিয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে বরণ করে নেন। ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম এর পক্ষ থেকে সবাই কে মিষ্টিমুখ করা হয়। এরপর নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি তার নিজ কার্যালয়ে গিয়ে বসে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন, দ্বিতীয় বার উপজেলা চেয়ারম্যান হয়ে এই চেয়ারে বসে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। রাজারহাট উপজেলার সাধারণ জনগন যে উদ্দেশ্য নিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন,তাদের সেই আশার প্রতিফলন ঘটাতে হবে। এসময় তার পাশে থাকা দুজন  ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা কে তাদের দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন