সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে পুকুরের পানিতে পড়ে মৃগী রোগীর মৃত্যু

ঘোড়াঘাটে পুকুরের পানিতে পড়ে মৃগী রোগীর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে শিফা খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) সকালে উপজেলার রামপুর টুটঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিফা খাতুন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুরের সাইফুল ইসলামের মেয়ে। সে তার মায়ের সাথে নানাবাড়িতে মৃগী রোগের চিকিৎসার জন্য এসেছিল। পুলিশ ও স্বজনরা জানান, শিখা খাতুন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। এর আগেও সে কয়েকবার পানিতে পড়েছিল। সেযাত্রায় অল্পের জন্য বেঁচে যায় শিফা। আনুমানিক একমাস আগে শিফা তার মায়ের সাথে মৃগী রোগের চিকিৎসার জন্য তার নানাবাড়ীতে আসে। এইদিন সকাল বেলার কোন একসময় বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে যায় সে। ধারণা করা হচ্ছে, সেসময় সেখানেই তার মৃগী রোগের চাপ উঠলে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজির শুরু করে। একপর্যায়ে পুকুরে শিফার দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। সেসময় শিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে শিফা মৃগী রোগী ছিলেন। তাদের ধারণা হয়তো এজন্যই তিনি পানি থেকে আর উঠতে পারেননি। তাই তার পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন