পার্বতীপুরে কাস্টার পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর কাস্টারের ১০ নং হরিরামপুর এবং ৯ নং হামিদপুর ইউনিয়নের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগীতা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ফুটবল প্রতিযোগীতায় ১০ নং হরিরামপুর ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকা দল ইউনিয়ন পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী ০৪ টি দল চুড়ান্ত ভাবে ঐতিহ্যেবাহী দণি হরিরামপুর মৌলভীবাজার আম্রকানন মাঠে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু দল হরিরামপুর সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কে এক শুন্য গোলে পরাজিত করে । অপর দিকে উত্তরা প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দল খাগড়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ০১ শুন্য গোলে পরাজিত করে। ৯ নং হামিদপুর ইউনিয়নের হাজি সানাউল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাই বেকারে পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গমাতা দলকে পরাজিত করে একই ভেন্যুতে কালুপাড়া সরকারি প্রা বিদ্যালয় – খলিলুর বুড়া বাজার সরকারি প্রা বিদ্যালয়কে ২ – শুন্য গোলে পরাজিত করেছে। শিা কমিটির অন্যতম সদস্য নাসরিন সুলতানা উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনিন ৯ নং হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাফুজার রহমান মাষ্টার সেক্রটারী সামসুজ্জোহা এবং হাজি সানাউল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মেহেরাব আলী সহকারি উপজেলা শিা অফিসার হাসেম আলী ৯ নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক উপস্থিত থেকে বিজিত ও বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলি এবং সম্পাদক আরিফুর রহমান শাহ উপজেলা সহকারী শিা অফিসার মোয়াজ্জেম কবির। এসময় উপস্থিত ছিলেন মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক খ.ম. হাবিবুর রহমান দলাইকোঠা সপ্রাবি শিক মোস্তাফিজুর রহমান. পাঁচপুকুরিয়ার প্রশি ফিরোজ কবির. গুড়গুড়ি প্রাবি শিক আবু তালেব. দণি মধ্যপাড়া সপ্রাবি -২ শিক আলহাজ্ব আনোয়ার হোসেন . আনন্দ বাজার সপ্রাবি প্রশি দলাইকোঠা সবুজ সরকারি প্রাবি শিক মনোকুল চন্দ্র. সস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি মেজবাহুল সর্দার কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি আব্দস সামাদ. খাগড়াবন্দ সরকারি প্রাবি প্রশি রফিকুল ইসলাম. বেলঘাট সুলতানপুর সপ্রাবি প্রশি ওবায়দুল হক শাহ. মথুরাপুর সরকারি প্রাবি শিক আবু হাসান . দণি হরিরামপুর সপ্রাবি শিক মাহবুবুর রহমান ও শেলিনা আক্তার. হোসেনপুর সরকারি প্রাবি প্রশি হাবিবুল ইসলাম. মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি সালাউদ্দিন রাব্বানী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন খয়েরপুকুর সরকারি প্রাবি প্রশি মোঃ বেলাল হোসেন । খেলা পরিচালনা করেন উত্তরা প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশি আতাউর রহমান ও দণি হরিরামপুর সরকারি প্রাবি সহ শি. মাহাবুবার রহমান। প্রখর তাপদাহ উপো করে দর্শকগন আনন্দ উল্লাসে অভিভূত হয়।