সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক এর বাড়ী প্রেমিকার অবস্থান

গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক এর বাড়ী প্রেমিকার অবস্থান
গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক এর বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা।  প্রেমিক তৌহিদ মণ্ডল উপজেলার দরবস্ত ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের তজু মণ্ডলের ছেলে। বুধবার (২৬ জুন) সকাল থেকে মেয়েটি তৌহিদ মণ্ডলের বাড়িতে রয়েছেন। মেয়েটি জানান, তৌহিদ মণ্ডলের তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ জুন তৌহিদ মণ্ডল বিয়ের কথা বলে মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। এরপর তারা দুই জন পালিয়ে যান। বিভিন্ন জায়গায় তারা স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করেন। এক পর্যায়ে বিয়ে করতে তালবাহানা শুরু করে তৌহিদ মণ্ডল। এরপর তিনি তৌহিদ মণ্ডলের বাড়িতে অবস্থান নেন। তিনি আরও বলেন, ‘বিয়ে না করলে আমি এই বাড়ি থেকে জীবিত বের হবো না।’ এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ মণ্ডলের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থলে একজন সহকারী পুলিশ পরিদর্শক পাঠানো হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন