শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলায় মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাশ দিয়েছে গাইবান্ধার বিজ্ঞ আদালত।
দন্ডিত হলেন,জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চরমগাছা পারবর্তীপুর গ্রামের খোকন মোল্লার স্ত্রী ও দিনাজপুরের কোতয়ালি থানাধীন আজিজুল হকের মেয়ে সিমা (৪০)। বেকসর খালাস হলেন এরশাদ।
সোমবার (২০ মে) এই রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর। দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন তিনি।
জানা যায়, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাভোকেট বদরুন্নাহার বেবি জানান, ওই মামলার এ রায়ে সন্তুষ্ট তিনি। এসময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন