শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অবৈধভাবে ড্রেজার- ভেকু দিয়ে ফসলি জমি কাটায় হোমনায় ইউপি মেম্বারসহ দুই জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে ড্রেজার- ভেকু দিয়ে ফসলি জমি কাটায় হোমনায় ইউপি মেম্বারসহ দুই জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় ড্রেজার ও ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে গর্ত করার অপরাধে ইউপি মেম্বারসহ দুইজনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যামান আদালতের বিচারক ও হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মীরশিকারী ও হুজুরকান্দি গ্রামের কৃষি জমিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এতে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার হুজুরকান্দি গ্রামের মো. ফারুক বুকলকে ৫০ হাজার টাকা এবং মীরশিকারী গ্রামের ফুল মিয়অ ভাগন এর ছেলে মো. জহিরুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, মীরশিকারী ও হুজুরকান্দি গ্রামের ফসলি জমি ড্রেজার ও ভেকু দিয়ে কেটে গর্ত করে পরিবেশ নষ্ট করছে এমন সংবাদ পেয়ে ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এ সময় ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার আদালতে ক্ষমা প্রার্থনা করলে তাদেরকে উপরোক্ত জরিমানা করা হয়। ফসলি জমিও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে হোমনা উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন