আন্তর্জাতিক নৃত্য উৎসবে ভারত গেলো শ্রীমঙ্গলের নৃত্যাঙ্গন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ উদযাপন উপলক্ষে ভারতের প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতার নিউ টাউনের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নৃত্য উৎসব ‘মেলবন্ধন’।
এতে আমন্ত্রিত হয়ে আগামীকাল ১লা মে ২০২৩, বিকেল ৪টায় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন নৃত্যাঙ্গন। নৃত্যে অংশগ্রহণ করবে শ্রীমঙ্গলের সাজু দেব, বিপ্লব দেব আবু, প্রজ্ঞা লাবনী টিনা, প্রাপ্তি লাবনী তৃষা, অপরাজিতা সেন গুপ্তা, রাহুল পাল, তমা দেব পায়েল। উৎসবের আয়োাজক ভারতের প্রয়াস ফাউন্ডেশন। সহযোগিতায়-নির্মাতা নৃত্যাঞ্জলি ব্যালে ট্রুপ, ভারত, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, বাংলাদেশ, রিধিমা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর আর্ট অ্যান্ড কালচার, ভারত। শ্রীমঙ্গলের নৃত্যাঙ্গনের কর্নধার সাজু দেব নেতৃত্বে গতকাল নৃত্য দলটি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়।