র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হিলিতে বিশ্ব মা দিবস পালিত
হিলি প্রতিনিধি
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম। এসময় সেখানে আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।