দিনাজপুর জেলা পুলিশের আয়াজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে মঙ্গলবার দিনব্যাপী দিনাজপুর পুলিশ লাইন্স হাসপাতালে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় পুলিশ সদস্যসহ ১৩৯ জন চক্ষু রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে ছানির অপারেশনের জন্য ১৫ জন রোগীকে দ্বীপ আই কেয়ার হাসপাতাল রংপুরে বিনামূল্য ছানি অপারেশন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত সকল ঔষধ, চশমাসহ অন্যান্য সেবা প্রদান করা হবে। উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীরুল ইসলাম,ওসি তদন্ত মোঃ গোলাম মওলা দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅডিনেটর এ কে এম সাইফুল্লাহ, ডাইরেক্টর মোঃ মাসুদ হোসেন, ফিল্ড কোঅডিনেটর মোঃ সদরুল হাসান রাজু প্রমুখ।