সৈয়দপুরে পৌর প্রশাসকের উদ্যোগে দুই যুগ ধরে চলাচল অযোগ্য হয়ে পরা সড়ক সংষ্কার শুরু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: দীর্ঘ দুই যুগ ধরে সংষ্কার না করায় চলাচল অযোগ্য হয়ে পরা রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন সদ্য নিয়োজিত পৌর প্রশাসক। ফলে নীলফামারীর সৈয়দপুর পৌরবাসীর দূর্ভোগ লাঘবে আশার সাঞ্চার হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল মোড়ে আনুষ্ঠানিকভাবে এই মেরামত কাজ শুরু করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের দোয়া পরিচালনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে তিনিসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম সাবল হাতে কার্পেটিং খুড়ে কাজের উদ্বোধন করেন।
এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, মিডিয়া বিভাগের সম্পাদক আব্দুস সালাম, প্রেসকাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, পৌর সহকারী প্রকৌশলী সেলিম আহমেদ জুয়েল, উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও আব্দুল খালেক, হিসাব রক্ষক আবু তাহের, ঠিকাদারের প্রতিনিধি জাকির হোসেন মেননসহ পৌর কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পৌর সূত্রে জানা যায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এর অর্থায়নে ৬৬ লাখ ৮ হাজার ৩৩ টাকা ব্যায়ে রাস্তাটি মেরামত করা হচ্ছে। প্রায় ৩ হাজার ৫ শ’ মিটার দীর্ঘ সড়কে গর্ত ভরাট ও পিচ পাথরের কার্পেটিং করা হবে। নীলফামারীর মিনা কন্সট্রাকশন এই কাজ করার অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, শহরের তামান্না মোড় হতে ওয়াপদা মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কে বড় বড় গর্ত হওয়াসহ ভেঙে একাকার হয়ে পড়েছে। দীর্ঘ ২০ বছর ধরে এমন চলাচল অযোগ্য অবস্থার কারণে সৈয়দপুর পৌরসভাসহ উপজেলার ৩ টি ইউনিয়ন এবং জেলা শহর ও আশেপাশের ৩ টি উপজেলার লোকজনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম দুর্ভোগে দূর্দশাগ্রস্থ হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।
নষ্ট রাস্তা সংস্কারের দাবীতে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান, সভা সমাবেশ করা হয়েছে। তারপরও পৌর কর্তৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ নেয়নি। বরং তৎকালীন মেয়র রাফিকা আক্তার জাহান বেবী তার টগর, অনুগত লোকজনকে দিয়ে সংষ্কারের নামে থুকপালিশ কাজ করে লাখ লাখ টাকা লোপাট করেছেন।