কলাপাড়ায় সেবা মেলা অনুষ্ঠিত।।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় সেবা গ্রহণকারী ও সেবা প্রদানকারীদের অংশগ্রহণে সেবা মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনভর কলাপাড়া উপজেলা প্রশাসন ক্যাম্পাসে একশনএইড বাংলাদেশের সহযোগীতায় আভাস এই সেবা মেলার আয়োজন করে। সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারীদের মধ্যে সহযোগিতামূলক, ইতিবাচক এবং পারস্পরিক সম্পর্ক তৈরির লক্ষ্যে এ সেবা মেলার আয়োজন করা হয়।
মেলার আনুষ্ঠানিক উদ্ধোধণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
একশনএইড বাংলাদেশ’র ওম্যান রাইটস ম্যানেজার মরিয়ম নেছা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম,যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কলাপাড়া শাখার ব্যাবস্থাপক মাহবুবু আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
মেলায় কলাপাড়ায় নয়টি গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী সরকারী বেসরকারী অফিস তাদের সেবা সমূহ মানুষের কাছে তুলে ধরেন। সকাল থেকে শত শত নারী পুরুষ এ মেলায় আসে বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে অবগত হতে। সন্ধায় শেষ হয় এ সেবা মেলার আনুষ্ঠানিকতা।