বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৯ বছর পর বিজয় দিবস পালন করলো বিএনপি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৯ বছর পর বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে সকালে ছিটমহলের কালিরহাট বাজারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধঞ্জলী নিবেদন করা হয়। পরে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ২০১৫ সালে ছিটমহল বাংলাদেশের ভূখন্ডের সাথে যুক্ত হলেও জাতীয় দিবস গুলোতে কোন কর্মসূচি পালন করতে পারতো না জাতীয়তাবাদী মতাদর্শের মানুষজন। বিলুপ্ত ছিটমহল এলাকায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন সহ স্বাধীনভাবে কথা বলার অধিকার হরণ করা হয়েছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর এবার স্বতঃস্ফূর্ত ভাবে বিজয় দিবস উদযাপন করতে পেরে আনন্দিত সেখানকার নেতা কর্মী ও সমর্থকরা।
আলাচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল খালেক, জিয়া সাইবার ফোর্স ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রোকনুজ্জামান লাকু, ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ছিটমহলের বাসিন্দা মকছেদুল হক, দাসিয়ার ছড়া স্বেছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম , ফারুক হাসান আনিছুর রহমান প্রমুখ ।
দাসিয়ার ছড়ার বাসিন্দা মকছেদুল হক জানান, এই ছিটমহলের অনেক মানুষ বিএনপিকে ভালবাসে ও সমর্থন করে। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকারের সময় কেউই মুখ খুলে কথা বলতে পারেনি। আমরা কোন জাতীয় দিবস পালন করতে পারিনি। ৯ বছর পর আজ বিজয় দিবস উদযাপন করতে পেরে আমরা আনন্দিত।