শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) শ্রীমঙ্গল থানার এএসআই মো. নাজমুল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার হোসনাবাদ চা বাগান থেকে সিআর ৩৪৬/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বাবুল তাঁতী অরফে বাবুল মাস্টারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত বাবুল তাঁতী উপজেলার হোসনাবাদ চা বাগানের ম্যাম তাঁতীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।