সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা করা হয়েছে।
বুধবার (২৪ মে) বেলা ১১টায় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্প ব্যয় ৭ কোটি ৩৩ লক্ষ ২৯ হাজার ৫৬৪ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ কাজ শুরু করেছে।
গত ১৬ মার্চ থেকে। আগামী ১৫ জুন ২০২৪ সালের মধ্যে এ কাজ সম্পন্ন করার কথা রয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মৎস কর্মকর্তা মোঃ ফারাজুল কবীরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন