বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজারে ভিপি মিজানের উদ্যোগে ইফতার মাহফিল

মৌলভীবাজারে ভিপি মিজানের উদ্যোগে ইফতার মাহফিল
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান এর ব্যক্তিগত উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মৌলভীবাজার সরকারি হাইস্কুল মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ভিপি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমদ চৌধুরী,মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ুন,গণ অধিকারের জেলা সভাপতি অপু রায়হান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মনোয়ার আহমেদ রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামীর আলা উদ্দিন শাহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মোশাররফ হোসেন বাদশা, মুহিতুর রহমান হেলাল, মতিন বক্স,  স্বাগত কিশোর দাস চৌধুরী ও জেলা ছাত্রদল সভাপতি মো: রুবেল মিয়া।
প্রায় ১৭ বছর পর কয়েক হাজার দলীয় নেতাকর্মী নিয়ে খোলা আকাশের নিচে এই ইফতার মাহফিলের আয়োজন করেন ভিপি মিজান। বিগত বছরগুলোতে ফ্যাসিবাদ আমলে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের হামলা আর পুলিশি নিপীড়ন উপেক্ষা করে ভিপি মিজানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিএনপির ঘোষিত সকল কর্মসূচী রাজপথে পালন করেছেন। ফলে ভিপি মিজান সহ বিএনপির অনেক নেতাকর্মীরা মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। ইফতার মাহফিলে আগত বিএনপি নেতাকর্মীরা জানান,দীর্ঘ বছর পর এত ব্যাপক পরিসরে ইফতার মাহফিলে আয়োজন করায় সারা জেলা থেকে নেতাকর্মীরা আসায় এক মিলন মেলায় পরিনত হয়েছে ইফতার মাহফিল। ফলে সবাইকে পেয়ে আমরা খুবই আনন্দ উপভোগ করছি বলে জানান তারা।
ইফতার মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা আকিল উদ্দিন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন