শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে নাচে-গানে ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা জনগোষ্ঠী

শ্রীমঙ্গলে নাচে-গানে ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা জনগোষ্ঠী

মৌলভীবাজার প্রতিনিধিঃ  নাচে-গানে ফাগুয়া উৎসবে মাতোয়ারা শ্রীমঙ্গলের চা শ্রমিকরা।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগান মাঠে চা জনগোষ্ঠীর অন্যতম উৎসব ফাগুয়া উৎসবের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যালী ব্কব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্ট মোস্তফা সরওয়ার ফারুকী। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর সভাপতিত্বে এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, ফাগুয়া উৎসব উৎযাপন পরিষদের আহ্বায়ক ও এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক প্রীতম দাশ, চা ফিনলে টি কোম্পানীর বালিশিরা ভ্যালীর ডিজিএম মো.সালাউদ্দিন, চা শ্রমিক নেতা পরিমল সিংহ বাড়াইক প্রমুখ। এছাড়ও চা শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বর্ণাঢ্য আনন্দ র‌্যালীসহ দিনব্যাপী এ উৎসবে ঐতিহ্যবাহী নৃত্য-গীত, যেমন, গুরুবন্দনা (ভোজপুরী), কুমুর দ্বৈত (বাড়াইক), হালি গীত (ভোজপুরী),পত্র সওরা (উড়িষ্যা), ডাল ও কাঠি নৃত্য (তেলেও), চড়াইয়া নৃত্য (উড়িষ্যা), কমেডি (ভোজপুরী)
হাড়ি নৃত্য (উড়িষ্যা), ঝুমুর (মাহাতো কুর্মী), বিরহা, হোলি গীত (ভোজপুরী), হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে, হোলি গীত পরিবেশন করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন