বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জুড়ীতে ডিবির অভিযানে মাদকসহ আটক ১

জুড়ীতে ডিবির অভিযানে মাদকসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল ) সন্ধ্যায় জুড়ী উপজেলার পূর্ব বটুলী গ্রামে মাদক কারবারি সেফুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি সেফুল মিয়া (৪০) কে আটক করা হয়। এসময় আটককৃত সেফুল মিয়ার হেফাজত থেকে ৪১০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ কবির জানান, আটককৃত সেফুল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে আরও দুইটি মামলা বিচারাধীন রয়েছে। গতকালের ইয়াবা উদ্ধারের ঘটনায় জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন