আয়রনমুক্ত সুপেয় পানি সরবারহ করতে পাইপ লাইন নির্মান কাজের উদ্বোধন
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের নিরাপদ ও আয়রনমুক্ত সুপেয় পানি সরবারহ করতে প্রায় ২ দুই কোটি টাকা ব্যায়ে পাইপ লাইন নির্মান করা হচ্ছে। এই পাইপ লাইনের মাধ্যমে এই গ্রামের ৩ হাজার পরিবারে সুপেয় পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রবিবার (২৮ মে) দুপুরে সমগ্রদেশে নিরাপদ পানি সরবারহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, দীর্ঘদিন থেকে এই এলাকার ৮০ ভাগ বাসিন্দা মাত্রাতিরিক্ত আয়রনযুক্ত পানি ব্যবহার করে আসছে। এতে এই এলাকার মানুষেরা যেমন বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে, তেমনি নষ্ট হয়ে যাচ্ছে তাদের মূল্যবান সামগ্রী। এবার ২০২২-২৩ অর্থ বছরে বর্তমান সরকারের প থেকে প্রায় ১ কোটি ৮০ লক্ষ ৮৬ হাজার ৬৩৫ টাকা চুক্তিমূল্যে সমগ্রদেশে নিরাপদ পানি সরবারহ প্রকল্পের আওতায় ২.৫ কিলোমিটার পাইপ লাইন নির্মানের মাধ্যমে উপজেলার বুধপাড়া গ্রামের ৩ হাজার মানুষের নিরাপদ আয়রনমুুক্ত পানি সরবরাহ করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এই গ্রামের ৩ হাজার পরিবারের মাঝে আয়রন ও আর্সেনিক মুক্ত সুপেয় পানি সরবরাহ করা হবে। পরবর্তীতে পাইপ লাইনের চাহিদা অনুযায়ী আরো ৪ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভুঁইয়ার সভঅপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিন আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম প্রমুখ।