পঃপঃ মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে ঝিনাইগাতীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি : শেরপুরে ঝিনাইগাতীতে
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক আয়োজিত পরিবার পরিকল্পনা মাঠ কর্মিদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)কার্নিজ ফাতেমার উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন,ময়মনসিংহ
বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম,মেডিকেল অফিসার মোখলেছুর রহমান খান,ডা: তাহের রেনেসাঁ, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু প্রমুখ।
প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দক্ষতার সহিত প্রশিক্ষণের বিষয় ও মাঠকমীর্দের সেবার মান বৃদ্ধির আরো উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, মহা পরিচালকের দপ্তরের আইইএম ইউনিটের মনিটরিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান । উক্ত প্রশিক্ষণে উপজেলার ৩০জন মাঠকর্মি ও রিসোর্স পার্সনরা অংশ গ্রহণ করেন ।