মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পীরগঞ্জে যাত্রীবাহী ২টি বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে বাপ-বেটা নিহত : আহত ২৫

পীরগঞ্জে যাত্রীবাহী ২টি বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে বাপ-বেটা নিহত : আহত ২৫

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সীমানার শনিবার সকাল ১১ টায় রামনাথপুর বোর্ডের ঘর নামক স্থানে ২টি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাপ-বেটা নিহত ও ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটনায় উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা দুরামিঠিপুর দাখিল মাদ্্রাসার সুপার মাওলানা আজিজুর রহমানের ছেলে আল-আমিন ও তার নাতি ৫ বছরের মাহিম নিহত হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা জানান, শনিবার সকালে কুড়িগ্রাম উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো ব-১৪-৭৮৯৪ নম্বরের এনা পরিবহনের সাথে রাজশাহী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী রংপুর ব -১১-০০৪২ নম্বরের অনিন্দ পরিবহন ও রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী ঢাকা মেট্রো ট ২২-৫৪৯৬ নম্বরের ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এনা পরিবহন দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে প্রথমে অনিন্দ পরিবহনের সম্মুখভাগে ধাক্কা দেয়। পরে ট্রাককে ধাক্কা দিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এনা পরিবহনের চালকের পিছনের সিটে বাবা ও মায়ের কোলে বসে থাকা শিশু ফাহিম ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর জখম প্রাপ্ত ফাহিমের বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। মা মিথিলা বেগমকে আশংকজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট, পীরগঞ্জ থানা ও বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। শত শত যানবাহন সড়কের দুইদিকে আটকে পড়ে। পুলিশ পিকআপ, ফায়ার সার্ভিস এম্বুলেস ও ভ্যান-রিক্সা যোগে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। দুই যাত্রীবাহী বাসের যাত্রী মিথিলা, আবু হোসেন, গণি মিয়া, রেজাউল, আনোয়ার, সাজু মিয়া, বুলবুলি, রায়হান, নাজিফা ও সোহেলসহ ১০জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে পারভিন, হালিমা ও শামীমসহ ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। এছাড়াও উজ্জল, আবিদ, খোকন, ওয়াহেদ, মশিউর, লাবু, সৌরভ, আরাফাত, জাহিদসহ প্রায় ২৫জন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন