বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঝিনাইগাতীর সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী  প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের নওকুচি এলাকা থেকে চোরাইপথে আনা প্রায় সাড়ে ৩লক্ষ টাকার পণ্য উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এসব পণ্য উদ্ধার করা হয়। থানার সুথে জানা গেছে, গেপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মো. হাবিবুব রহমান হাবিব এর নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কাংশা ইউনিয়নের নওকুচি এলাকার জৈনক সুফিয়ানের বাড়ী থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত  ১১বস্তা ভারতীয় বিস্কুট, চকলেট ও চালের গুড়া ছিল। যাহার বর্তমান বাজার মূল্যে প্রায়  সাড়ে ৩ লক্ষ টাকা। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের সহ পলাতক আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন