সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাকিবের দেশে এসে অনুশীলনের কোনো মানে নেই : শেন বন্ড

সাকিবের দেশে এসে অনুশীলনের কোনো মানে নেই : শেন বন্ড

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপে হারের চক্রে আটকে আছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই শুধু এসেছে জয়। এরপর টানা হেরেছে চার ম্যাচে। জয়ে ফেরার আশায় আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এদিকে ডাচদের বিপক্ষে এ ম্যাচের আগে অনুশীলনের জন্য দেশে ফিরে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর বাংলাদেশ দল যখন মুম্বাই থেকে পাড়িয়ে দিয়েছে কলকাতায় তখন ঢাকায় ফিরে আসেন সাকিব। দেশে ফিরে নিজের শোইশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের অধীনে দুই দিন অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক। এরপর গত ২৬ অক্টোবর বিকালে তিনি দেশ ছাড়েন কলকাতার উদ্দেশ্যে। এদিকে সাকিবের দেশে আসা নিয়ে সমালোচনা হলেও প্রশংসা করেছিলেন তাসকিন আহমেদ। টিম ম্যানেজম্যান্টের অনুমতি নিয়েই সাকিব দেশে এসেছিলেন জানিয়ে গতকাল সংবাদ সম্মেলনে টাইগার পেসার বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাঁদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাঁকে অনুমতি দিয়েছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন, অন্য কিছু নয়।’ এদিকে সতীর্থদের প্রশংসা পেলেও টুর্নামেন্টের মাঝে এভাবে সাকিবের দেশে ফেরার সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। তিনি বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়।’ সাবেক এই কিউই ক্রিকেটার আরও বলেন, ‘দল এখনো অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে—কীভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে আসবেন না?’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন