সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

‘সাকিব-তামিমদের পর বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে বাংলাদেশ?’

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে একেক বিশেষজ্ঞ দিচ্ছেন একেক ব্যাখ্যা। কেউ আঙুল তুলছেন, ঘরোয়া ক্রিকেটের মানের দিকে, আবার কারো প্রশ্ন দল নির্বাচন নিয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর হার্শা ভোগলেও রাখলেন একটি প্রশ্ন। তবে সেটা বাংলাদেশের সমর্থকদের জন্য। কলকাতায় গতকাল ডাচদের বিপক্ষে ৮৭ রানে হারে বাংলাদেশ। ২৩০ রানের লক্ষ্য তাড়ায় ১৪২ রানেই গুটিয়ে যায় সাকিব-লিটনরা। এই হার তো একটা অন্তঃসারশূন্য দলের ছবিই তুলে ধরেছে। এখন পর্যন্ত আসরে ৬ ম্যাচের মধ্যে কেবল একটি জিতেছে বাংলাদেশ। এতে সমাধি হয়ে গেছে তাদের সেমিফাইনাল খেলার স্বপ্ন। ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে আসছেন। বাংলাদেশ ভালো করলে অনেকবারই তার মুখে শোনা গেছে প্রশংসা। খারাপ করলে নানা সময়ই তুলে ধরেছেন পেছনের কারণ। বাংলাদেশ ক্রিকেট নিয়মিত অনুসরণের অভিজ্ঞতা থেকেই হার্শা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সমর্থকদের উদ্দেশে একটা প্রশ্ন রেখেছেন, ‘বাংলাদেশকে কিছু কঠিন প্রশ্ন নিজেদের করতে হবে। বাংলাদেশি সমর্থকেরা আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর আর সত্যিকার অর্থে কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’ হঠাৎ হার্শার এই প্রশ্ন করার কারণ হতে পারে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের অধারাবাহিক পারফরম্যান্স। দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এখনো বিশ্বমানের হয়ে উঠতে পারেননি তারা, হার্শা মনে করছেন এমনটাই।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন