শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় মহা তাঁবু জলসার মধ্যদিয়ে স্কাউট সমাবেশের সমাপ্তি

হোমনায় মহা তাঁবু জলসার মধ্যদিয়ে স্কাউট সমাবেশের সমাপ্তি

মো. কামাল হোসেন, কুমিল্লা: হোমনায় মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে চারব্যাপী দ্বিতীয় উপজেলা স্কাউট সমাবেশ।
শনিবার রাতে বাংলাদেশ স্কাউট হোমনা উপজেলার আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ। হোমনা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি ক্ষেমালিকা চাকমা এতে সভাপতিত্ব করেন। স্কাউট সম্পাদক ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্কাউটের সহ-সভাপতি সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ হাসান,পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো.জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রাশেদুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,হোমনা থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.ওয়াসিম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,একাড মীক সুপার ভাইজার রাশেদুল ইসলাম,স্কাউট কমিশনার আবদুল কাইয়ুম মারুফ, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, আবুল কালাম আজাদ, মো.আবুল খায়ের,বোরহান উদ্দিন।পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন,যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিপু, আওয়ামীলীগ নেতা মো. হারুন মমিন,
এ ছাড়াও বাংলাদেশ শিক্ষক এসোসিয়েশন হোমনা শাখার সসভাপতি মো. সামসুল হক সরকার,সাধারণ সম্পাদক ও আমিরুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে এম আতিকুর রহমান, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম,খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূইয়া, চান্দেরচর মাদ্রাসার আরবী সহযোগী অধ্যাপক মাও. মনিরুল ইসলাম, অনন্তপুর মহিলা দাখিল মাদ্রাসার মাও. আব্দুল কাদির,কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিমুল্লাহ খান,রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিুলুল হক মমিন,দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইব্রাহিম খলিল, স্কাউট লীডার রাহিদ হাসান দাদন,আতিকুর রহমান,মো. শরীফ সরকার সহ বিভিন্ন ইউনিট লীডার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

স্কাউটিংয়ের মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানায় বক্তারা। পরে ক্যাম্প ফায়ার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উপজেলা স্কাউট সমাবেশ। এই স্কাউট সমাবেশে উপজেলার ২৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২৪ জন স্কাউট ও ২৮ জন স্কাউট লীডার অংশ নেয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন