রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভোলায় বাগানে পড়ে ছিল ৩০০ কেজি সরকারি চাল

ভোলায় বাগানে পড়ে ছিল ৩০০ কেজি সরকারি চাল

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৫ মার্চ) বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি বাগান থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম হাওলাদার। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ১ নং ওয়ার্ডের একটি বাড়ির বাগানে ১০ বস্তা চাল পড়ে রয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। দরিদ্রদের সহায়তার জন্য সরকারের দেওয়া এই চাল ওখানে কীভাবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা জানার পরপরই আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানকে জানাই। তিনি এসে চালের বস্তা উদ্ধার করে আমার জিম্মায় রেখে গেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান জানান, বাগানের মধ্যে ১০ বস্তা চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান ও সচিবকে নিয়ে  ১০ বস্তা চাল উদ্ধার করি। যেখানে মোট ৩০০ কেজি চাল ছিল। চালের কোনো মালিক খুঁজে না পাওয়ায় টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন