রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এক পা বিশিষ্ট শিশুর জন্ম

এক পা বিশিষ্ট শিশুর জন্ম
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
দিনাজপুরের বিরামপুরে এক পা বিশিষ্ট শিশু সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে শহরের
একটি ক্লিনিকে তাসলিমা আক্তার নামে এক প্রসুতি ওই শিশুর জন্ম দেন।
জানা গেছে, ২০১৪ সালে নবাবগঞ্জ উপজেলার শালখরিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে মাহাফুজুল ইসলামের সাথে একই এলাকার তোকছেদ আলীর মেয়ে তাসলিমার বিয়ে হয়। এব পর তাদের সংসার আলো করে এক পুত্র ও এক কণ্যা সন্তানের আগমন ঘটে। সম্প্রতি আবারো গর্ভবতী হন তসলিমা। পরীক্ষা নিরীক্ষা শেষে গর্ভে জমজ সন্তানের বিষয়টি নিশ্চিত হলে পারিবারিক ভাবে সিজারের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেয়া হয়। প্রসব বেদনা উঠলে তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। আজ  বিকেল সাড়ে ৪টার দিকে তার সিজার সম্পন্ন হয়। তবে প্রথমটি কণ্যা সন্তান  হলেও দ্বিতীয় সন্তান প্রসবের সময় ঘটে ব্যতিক্রমী ঘটনা। জন্ম হয় এক পা বিশিষ্ট সন্তানের। প্রাথমিক ভাবে ওই শিশু সন্তানের লিঙ্গ নির্ধারন করতে পারেনি চিকিৎসক। এ ঘটনার পর প্রস্রুতি মা সহ সদ্য ভূমিষ্ট হওয়া দুই শিশুই সুস্থ্য রয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে ওই শিশুকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে আসতে শুরু করে উৎসুক জনতা।
ওই শিশুর পিতা মাহিফুজুল ইসলাম বলেন, আমি একজন ভ্যানচালক। জমজ সন্তানের বিষয়টি জানার পর থেকেই ভীত ছিলেন তার স্ত্রীর। তাই সিজারের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এক পা বিশিষ্ট যে বাচ্চা হয়েছে আমাদের তা ব্যতিক্রম। ওই বাচ্চাটা ছেলে না মেয়ে এখনো বোঝা যাচ্ছে না। আল্লাহ ভরসা সবাই সুস্থ্য আছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন