উলিপুরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন
নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।
এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান খোকন, জোন-০১ পৌরসভার জোনাল অফিসার ইমরুল হাসান, আইটি সুপারভাইজার শাহ আলম উপস্থিত ছিলেন।
উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ছয়টি কেন্দ্রে ৪৪ জন সুপারভাইজার ও ২১৭ জন তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষণ কার্যক্রম চারদিন ব্যাপি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য সূত্রে জানা গেছে, পান্ডুল, দলদলিয়া ও থেতরাই ইউনিয়নের প্রশিক্ষণ বাকরের হাট উচ্চ বিদ্যালয়ে, বুড়াবুড়ি, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের প্রশিক্ষণ আফতাবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, দূর্গাপুর, হাতিয়া ও ধরনিবাড়ি ইউনিয়নের প্রশিক্ষণ মালতিবাড়ি দিগড় উচ্চ বিদ্যালয়ে, তবকপুর ও ধামশ্রেনী ইউনিয়নের প্রশিক্ষণ দড়িচর পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এবং গুনাইগাছ ডিগ্রী কলেজে বজরা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।